
মুহাম্মদ গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জে আসন্ন সংসদীয় আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মাঠে না নামলেও মাঠ চষে বেড়াচ্ছেন গিয়াসউদ্দিন।
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। দল যে আসন থেকে মনোনয়ন দিবে সে আসন থেকেই নির্বাচন করবেন তিনি।
গিয়াসউদ্দিনের পক্ষে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নিয়মিত প্রাচরণ চালাচ্ছেন তার নেতাকর্মীরা। ৩১ দফার প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন তারা। এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন গিয়াসউদ্দিনের অনুসারীরা।
এদিকে দলীয় নেতাকর্মীদের প্রচারণার পাশাপাশি গিয়াসউদ্দিন নিজেও নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন। সভা সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তিনি।
পাশাপাশি দলের পক্ষে জনগণের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার দেয়া বক্তব্য মানুষের মন কেড়ে নিচ্ছে। পাশাপাশি ৪ আসনকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা, ডিএনডির জলাবদ্ধতা নিরসনে বারংবার উদ্যোগ নেয়াসহ নানা কার্যক্রম মানুষের মনে বিএনপি ও তার প্রতি ভালোবাসা সৃষ্টি করছে।
নির্বচনে মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান গিয়াসউদ্দিন। দল দুইটি আসনের যে আসনে মনোনয়ন দিবে সেখানেই তিনি কাজ করবেন বলে জানান। দল যদি মনোনয়ন নাও দেয় তবুও দলের মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে গিয়াসউদ্দিন কাজ করবেন বলে জানান।