
সাংবাদিক সম্মেলন
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)-এর অন্তর্ভুক্ত করার দাবিতে 'কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তি বাস্তবায়ন কমিটি' এক সাংবাদিক সম্মেলন করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে কমিটির নেতারা বলেন, কুতুবপুর ইউনিয়ন অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শিল্প-বাণিজ্য, নির্মাণসামগ্রী ব্যবসা, বিভিন্ন আবাসিক এলাকা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
বিশেষ করে কুতুবপুরের ফতুল্লা-দাপাইদ্রাক, বক্তাবলী, কাশিপুর, বাঘমারা, বউবাজার, মুন্সিখোলা, রসুলপুর, দেলপাড়া, পাগলা, সস্তাপুর, ভুইঘর ও জালকুড়ি এলাকা গুরুত্বপূর্ণ।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, কুতুবপুর ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এর সকল ওয়ার্ডে শহর এলাকার বৈশিষ্ট্য বিদ্যমান। স্থানীয়ভাবে প্রায় ৩ লক্ষাধিক লোকের বসবাস থাকলেও, সিটি কর্পোরেশনের সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।
তারা জানান, কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না করা হলে এলাকার নাগরিকগণ উন্নয়ন বঞ্চিত হবেন এবং শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশনসহ অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তারা ২০১৭ ও ২০২১ সালের স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ও সিটি কর্পোরেশন গঠনের প্রবিধানমালা অনুযায়ী কুতুবপুরকে এনসিসি-তে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা ইতিপূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশও প্রেরণ করেছেন। আগামীতে দাবি আদায় না হলে তারা বৃহত্তর আন্দোলন ও উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মো: আলাউদ্দিন, মো: জাহিদ আলম, মো: আউয়াল শেখ, মো: আনোয়ার হোসেন, মো: আলাউদ্দিন, মো: দেলোয়ার হোসেন, মো: নজরুল ইসলাম, মো: খোরশেদ আলম, মো: বাবুল মিয়া, মো: আব্দুল মালেক, মো: আবুল কালাম, মো: মজিবুর রহমান, মো: ইসমাইল হোসেন, মো: নাজমুল হুদা, মো: আব্দুল হাই, মো: মোখলেস মিয়া, মো: কবির হোসেন, মো: জাহাঙ্গীর আলম, মো: রফিকুল ইসলাম, মো: রুহুল আমিন, মো: আঃ রহমান, মো: কবির, মো: ইব্রাহিম।