
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ধর্ষণের অভিযোগে গনপিটুনিতে একজন নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেল তিনটায় শহরের খানপুর জোড়া টাংকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন- মো: হানিফ (৩০)। তিনি লালপুর এলাকার বিল্ডিং জিতু ভিলার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গনপিটুনীর পর স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। তবে তার স্বজনদের কেউ না থাকায় তাকে সেখানেই ভর্তি করা হয়। পরবর্তীতে রাত আটটার দিকে হাসপাতালে তার মৃত্যুর ঘটনা ঘটে।
খানপুর হাসপাতালের কর্তব্যরত ডা. শাহাদাৎ জানান, মুমূর্ষু অবস্থায় কয়েকজন যুবক তাকে নিয়ে আসে আনুমানিক ৩টায়। হাতে পায়ে ক্ষত ছিল, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলায় অজ্ঞাত যুবকরা পালায়। পুলিশকে সাথে সাথে খবর দেয়া হলেও সেখান থেকে কেউ আসেনি। ৬টায় পরিবারের লোকজন আসে। ৮টায় তার মৃত্যু হয়।