
ঈদগাহ ময়দানে মুক্ততরীর মুক্ত ইফতার
নারায়ণগঞ্জে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে মুক্ততরী নামক সামাজিক সংগঠন।
শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজান থেকেই শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুক্ততরীর এই কার্যক্রম শুরু হয়েছে।
মুক্ততরীর সদস্য স্বরূপ সেন জানান, মুক্ত ইফতারের এই আয়োজন শুধু মাত্র সুবিধাবঞ্চিত মানুষের জন্যই নয়, পাশাপাশি যেকোন রোজাদার মানুষ ইফতারের সময় নিজ গন্তব্যে পৌঁছাতে না পারলে তারা এসেও এখানে ইফতার করতে পারবে। সব থেকে বড় বিষয় একই জায়গায় সকলে বসে একত্রে ইফতার করবে যেখানে কোন মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। আমাদের এই আয়োজন চলবে ৩০ রমজান পর্যন্ত।