
হাওয়াইয়ান গিটার পরিষদের নতুন কমিটি
আগামী দুই বছরের জন্য নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। এতে অমিতাভ চক্রবর্তীকে সভাপতি ও শরীফুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় সকিনা মঞ্জিলে শনিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের সভায় ওই কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের সাধারণ সভায় সভাপতিত্ব করেন রহমতউল্লাহ ফারুক। সভায় ২০২৩-২০২৫ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১. এ্যাড মৃণাল কান্তি দত্ত বাপ্পি ২. মুকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক:আব্দুর রউফ, কোষাধ্যক্ষ: নাজিম রেজা,
সাংগঠনিক সম্পাদক: সফিউল্লাহ খোকন, সদস্য: ১.রহমতউল্লাহ ফারুক, ২. অংকন রানা।
আগামী কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে সকলের কাছে এই কমিটি সহযোগিতা কামনা করেন।