শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মহিলা ফুটবল দলের গোলকিপার কোচ উজ্জ্বলকে ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৪, ৩ নভেম্বর ২০২৪

মহিলা ফুটবল দলের গোলকিপার কোচ উজ্জ্বলকে ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের শুভেচ্ছা

ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের শুভেচ্ছা

বাংলাদেশ নারী মহিলা ফুটবল দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলকে ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের সদস্যবৃন্দ।

দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেন বাংলাদেশ নারী ফুটবল দল তার ধারাবাহিকতা এইবারও দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে জয় লাভ করে।

আর এই দুইবারই বাংলাদেশ নারী ফুটবল দলের গোলকিপার কোচ ছিলেন নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার সন্তান মাসুদ আহমেদ উজ্জ্বল।তার হাত ধরেই নারী ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমা দুইবারই  সাফ এর সেরা  গোলকিপার নির্বাচিত হয়। 

উল্লেখ্য বাংলাদেশের নারী ফুটবল দল বুধবার ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেন। 

২০২২ সালের শিরোপা জয়ের পুনরাবৃত্তিতে বাংলাদেশ আবারও ফাইনালে নেপালকে পরাজিত করে সাত জাতির টুর্নামেন্টে তাদের অপরাজিত ধারা অব্যাহত রেখেছে।