শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নয়ামা‌টি সামা‌জিক সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩০, ১৮ নভেম্বর ২০২৪

নয়ামা‌টি সামা‌জিক সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ

ফাইল ছবি

"এসো মোরা কাজ ক‌রি, মানবতার কল‌্যা‌ণে গ‌ড়ি এক সমৃদ্ধ সমাজ" এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে গ‌ঠিত হ‌য়ে‌ছে নয়ামা‌টি সামা‌জিক সেবামূলক সংগঠন। শহ‌রের নয়ামা‌টি এলাকার বি‌ভিন্ন হো‌সিয়া‌রী ব‌্যবসা‌য়ী ও কর্মকর্তা কর্মচারী‌দের নি‌য়ে সেবামূলক এই সংগঠন‌টি গঠন করা হয়।

সংগঠ‌নের উপ‌দেষ্টা হি‌সে‌বে র‌য়ে‌ছেন নয়ামা‌টি এলাকার বি‌শিষ্ট হো‌সিয়ারী ব‌্যাবসায়ী মোঃ আনোয়ার, আব্দুল আল মামুন, আলহাজ্ব আব্দুল হাই, আলমগীর, বিপ্লব শেখ, হিরু শেখ এবং আতাউর শেখ।

নবগ‌ঠিত ক‌মি‌টি‌তে মোঃ টুটুল ভূঁইয়া সভাপ‌তি এবং র‌ফিকুল ইসলাম জয় সাধারন সম্পাদক প‌দে ম‌নোনীত হ‌য়ে‌ছেন। এছাড়াও কার্যকরী সদস‌্য হি‌সে‌বে র‌য়ে‌ছেন, মারুফ ইসলাম, মোঃ রাতুল, সা‌নি সাহা, গোপাল সাহা, চন্দন সাহা, মাসুদ রানা, শাকিল, বাবলু, সুমন, বাবু, শুভ, সিয়াম, শুভ- ২ ও তাপস সাহা।

নয়ামা‌টি সামা‌জিক সেবামূলক সংগঠনের উল্লেখ‌যোগ‌্য কার্যক্রমের ম‌ধ্যে র‌য়ে‌ছে- বিদ্যালয়ের দরিদ্র ছাত্র ছাত্রীদের পড়ালেখা সামগ্রী বিতর, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের যথাসাধ্য সাহায্য প্রদান, দরিদ্র ও অসহায় মেয়েদের বিয়েতে সহায়তা প্রদান, বিভিন্ন দূর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা সেবায় সহায়তা প্রদান, প্রাকৃতিক সকল প্রকার বিপর্যয়ে সামাজিক কার্যক্রম পরিচালনা করা, দরিদ্র ও কর্মঠ ব্যক্তি কর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু শিবির স্থাপন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গঠন, বৃক্ষ রোপন কর্মসূচী সহ বি‌ভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন।