
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী নান্টুকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামি মোঃ তুহিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১১।
এর আগে শুক্রবার বিকেলে ফতুল্লার পিলকুনি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
মোঃ তুহিন মিয়া (৩২) ঢাকার শ্যামপুর এলাকার পান্না মিয়ার ছেলে।
এর আগে গত ১ মে ফতুল্লার পাগলা বাজারের আফসার করিম প্লাজার সামনে ব্যাবসায়ী জাহিদুল ইসলাম নান্টুকে গুলি করল হত্যা চেষ্টার ঘটনা ঘটে। পরবর্তীতে নান্টুর ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।