শনিবার, ১৭ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাগলা-চাষাঢ়া সড়কে কুয়াশার মত ধুলোয় ভোগান্তি, স্বাস্থ্য ঝুঁকি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৯, ১৬ মে ২০২৫

পাগলা-চাষাঢ়া সড়কে কুয়াশার মত ধুলোয় ভোগান্তি, স্বাস্থ্য ঝুঁকি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক খানাখন্দে ভরা। সড়কে বেহাল দশা ও অতিরিক্ত ধুলাবালির কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে। এর ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে পঞ্চবটী, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দৃশ্য দেখা গেছে। দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। এর ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।

এছাড়াও সড়ক ভাঙাচোরা হওয়ায় শুষ্ক মৌসুমে রাস্তাটি ধুলাবালি বেড়ে যায়। এর ফলে সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

নারায়ণগঞ্জের বিসিকের একটি গার্মেন্টসে চাকরি করেন হাসিবুর রহমান। নিয়মিত এই রাস্তা দিয়ে অফিসে যাতায়াত করেন হাসিব। তিনি জানান, রাস্তাটিতে ধুলাবালির কারণে চলাচল করতে ব্যাপক অসুবিধা হয়। মাস্ক ছাড়া তো চলাই যায় না। বৃষ্টির মৌসুমে এ সড়কে চলাচল করা বেশ ঝুকিপূর্ণ হয়ে যায়।

বিশেষজ্ঞরা জানান, বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, নিয়ন, আর্গন, সীসা, তামা, ক্যাডমিয়াম, নিকেল ইত্যাদি থাকে। প্রত্যেকটি উপাদানের একটি সহনীয় মাত্রা রয়েছে। কোনো উপাদান এই মাত্রার বেশি বা কোনো কোনো ক্ষেত্রে কম থাকলে আমরা তাকে বালি/ধুলা/বায়ুদূষণ বলে থাকি। এই দূষণ যেমন স্বাস্থ্যহানি ঘটাচ্ছে তেমনি দৈনন্দিন জীবনেও নানা নেতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়াও বাতাসে ধুলাবালুর কারণে শ্বাসকষ্টের রোগীর প্রবনতা বাড়ছে। এর ফলে ক্যান্সারের মতো বড় ধরনের ব্যাধিও হতে পারে।