শনিবার, ১৭ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কমিটি ছাড়া ছন্নছাড়া রাজনীতি নারায়ণগঞ্জ ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৭, ১৬ মে ২০২৫

কমিটি ছাড়া ছন্নছাড়া রাজনীতি নারায়ণগঞ্জ ছাত্রদলের

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে পাঁচ আগষ্টের পর জেলা ও মহানগর ছাত্রদলের কার্যক্রমে ভাটা পড়েছে। কমিটি না থাকার ছাত্রদলের কার্যক্রম পুরো স্থবির হয়ে রয়েছে।

কমিটি না থাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। কেন্দ্রীয় কমিটির দেয়া কর্মসূচিগুলোও বিচ্ছিন্ন ভাবে পালিত হচ্ছে। এছাড়াও কমিটি না থাকায় কলেজগুলোতে ছাত্রদলের কার্যক্রম স্থবির হয়ে আছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই ছাত্রদলের কমিটি নিয়ে চলছে টালবাহানা। এ নিয়ে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, পাঁচ আগষ্টের পর নারায়ণগঞ্জে ছাত্রদলের জন্য সুবর্ণ সুযোগ ছিল। তবে কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি না দেয়ায় ছাত্রদল নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের যোগাযোগও নেই। এর ফলে ছাত্রদলের পুনর্জাগরণের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা নষ্ট হয়ে গেছে।

দ্রুততম সময়ে জেলা ও মহানগর ছাত্রদলের পাশাপাশি সকল ইউনিট কমিটি ঘোষণার দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।