
ফাইল ছবি
ফের বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেএমইএ'র ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অফিস বেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমল পোদ্দার।
সহসভাপতি (অর্থ) পদে মো. মোরশেদ সারোয়ার এবং সহসভাপতি পদে মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, মোহাম্মদ রাশেদ ও ফকির কামরুজ্জামান নাহিদ নির্বাচিত হয়েছেন।
এর আগে ১০ মে দীর্ঘ এক যুগ পর বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ পূর্ণ প্যানেল জয় লাভ করে।
এর আগে পরিচালক পদে ৩৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ পূর্ণ প্যানেলে সবচেয়ে বেশি ৪০৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন। নির্বাচনে ফকির কামরুজ্জামান নাহিদ ৪০৬, আশিকুর রহমান ৪০৫, এম. ইসফাক আহসান ৪০৫, আহমেদ নূর ফয়সাল ৪০৪, আহসান খান চৌধুরী ৪০৪, মো. আব্দুল হান্নান ৪০৪, মো. মহসিন রাব্বানি ৪০৪, মো. শাহরিয়ার সাইদ ৪০৪, মোহাম্মদ হাতেম ৪০৩, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য ৪০৩, মোহাম্মদ শামসুল আজম ৪০২, গাওহার সিরাজ জামিল ৪০১, আব্দুল বারেক ৪০১, মো. জামাল উদ্দিন মিয়া ৪০১, মো. মনিরুজ্জামান ৪০১, মো. সামসুজ্জামান ৪০১, মোহাম্মদ রাশেদ ৪০১, ফজলে শামীম এহসান ৪০০, মনসুর আহমেদ ৩৯৯, মো. মামুনুর রশিদ ৩৯৯, খন্দকার সাইফুল ইসলাম ৩৯৮, মোহাম্মদ নজরুল ইসলাম ৩৯৮, মো. ইয়াসিন ৩৯৭, রাজীব চৌধুরী ৩৯৭, ফওজুল ইমরান খান ৩৯৬, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ ৩৯৬, মো. মোরশেদ সারোয়ার ৩৯৩, মোহাম্মদ সেলিম ৩৯১, মিনহাজুল হক ৩৮৬, অমল পোদ্দার ৩৮০, রাকিব সোবহান মিয়া ৩৭৪, সালাহ উদ্দিন আহমেদ ৩৭০, নন্দ দুলাল সাহা ৩৫৪, রতন কুমার সাহা ৩৩৮ ভোট পান।