শনিবার, ১৭ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের আগেই না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৫০, ১৬ মে ২০২৫

ঈদের আগেই না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি

ফাইল ছবি

ঈদ উল আযহার আগেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন। ইতিমধ্যে কমিটি গঠনের জন্য যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

দীর্ঘ ছয় মাস যাবৎ কমিটি ছাড়াই চলছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কার্যক্রম। দীর্ঘদিন যাবৎ জেলা ও মহানগরে ছাত্রদলের কমিটির জন্য অপেক্ষা করছেন তৃণমূল নেতাকর্মীরা। কমিটির জন্য নিয়মিত কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন পদপ্রত্যাশী নেতারা।

জানা গেছে, কোরবানির ঈদের আগেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে তুলতে শিঘ্রই কাজ শুরু করবে বিএনপি। 

নতুন কমিটিতে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সাথে নেতাদের সম্পৃক্ততার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নতুন কমিটির নেতৃত্ব বাছাইয়ে পদপ্রত্যাশীদের ব্যাপারে মাঠ পর্যায়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিতর্কিত কর্মকান্ডে যুক্তদের বাদ দিয়ে কমিটিতে জনপ্রিয় ও ত্যাগী নেতাদেরই মূল্যায়ন করা হবে এবারের কমিটিতে।

ইতিমধ্যে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে আলোচিতদের নিয়ে একটি খসড়া কমিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এসকল নেতাদের বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ও পাঁচ আগষ্টের পরবর্তী সময়ের নানা কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়েছে। কমিটিতে রাজপথের সক্রিয় নেতাদেরই জায়গা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকমান্ড। এছাড়াও বিতর্ক এড়াতে পাঁচ আগষ্টের পর বিতর্কিত কর্মকান্ডে জড়িত নেতাদের দায়িত্ব দেয়া হবেনা বলেও জানিয়ে দিয়েছেন শীর্ষ নেতারা। 

এদিকে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তথ্য যাচাই বাচাই শেষে জেলা ও মহানগর ছাত্রদলের খসড়া কেন্দ্রীয় নেতারা যাচাই বাছাইয়ের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্বপ্রাপ্ত নেতার কাছে কমিটির প্রস্তাবনা পাঠিয়েছেন। শিঘ্রই তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। 

এর আগে ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।