ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯০০ পুড়িয়া হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সোমবার (২৭ মে) রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে মাদকক্রয় বিক্রিয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের মোস্তফার ছেলে মোঃ বাদল (৩৩), মুল্লুকসাদী গ্রামের মৃত নুর উদ্দিন এর ছেলে মোঃ শিমুল (২৮) একই গ্রামের মোঃ আলালের ছেলে মোঃ আল- আমিন (২৯)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশ গোপনে সংবাদ পান কতিপয় মাদক ব্যবসায়ী কল্যন্দী বাজার এলাকায় পাকা ব্রিজের উপর মাদক ক্রয় বিক্রয় করছেন। এ সংবাদ পেয়ে থানা পুলিশের কয়েকটি টিম তাদের ঘেরাও করে ফেলে। এই সময় পুলিশ ৩ জনকে আটক করে।
পরে বাদলের দেহ তল্লাশি করে ষ্ট্যাপলার পিন সংযুক্ত সাদা কাগজে মোড়ানো ৫০০ পুড়িয়া, শিমুলের কাছ থেকে ২০০ পুড়িয়া এবং আলামিনের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, তাদের বিরুদ্বে মাদক ছাড়াও, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।