সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৩, ২৭ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ একটি দল। রোববার দিবাগত রাতে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। 

সোমবার দুপুরে র‌্যাব-১১ অপস্ অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

র‌্যাব জানায়, উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবগাত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রটি থানায় জমা দেওয়া হবে।