ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেলিঘাট সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মৃত মোহাম্মদ হোসেনপর ছেলে মোঃ শান্ত (২০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

