গ্যাস লাইন ফেটে যাওয়ার সংস্কার কাজ চলছে
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী বিসিক এলাকায় গ্যাস লাইন ফেটে যাওয়ার সংস্কার কাজ চলছে। এর ফলে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে। এর ফলে হাজারও মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে গ্যাস লাইন সংস্কারের কাজ শুরু হয়।
এদিকে এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিনই এ রাস্তাটি দিয়ে হাজারও শ্রমিক যাতায়াত করে। রাস্তা বন্ধ থাকায় এসকল শ্রমিকদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে মেরামতের জন্য সকাল ১১ টা থেকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে গাড়ি চলা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজ শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।
নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) এম এ করিম জানান, পঞ্চবটি বিসিক রোডে গ্যাসের লাইন বিস্ফোরণের কারণে জরুরী ভিত্তিতে মেরামতের কাজ চলছে। এর ফলে রাস্তাটি বন্ধ। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

