প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী।
শুক্রবার (০৯ জানুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৫ জন চিহ্নিত সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ বাহিনী কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে ফেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্দেহভাজন বাড়িগুলোতে তল্লাশি চালানো হয়।
অভিযানে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচটি শর্টগানের কার্তুজ, আটটি ককটেল, ৩৮৮টি রামদা, ৭টি চাপাতি, ১টি বড় ছোরা, ৬টি ছোট ছোরা, ১৩টি দা, ২টি কুড়াল, ৬টি হকিস্টিক, টেটা, ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
আটক হওয়া পাঁচজন হলেন- মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, এবং রিংকু মিয়া।
যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও গ্রেফতারকৃতদের নিয়ে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করেন ৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জুবায়ের।
তিনি বলেন, সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই কালাপাহাড়িয়া ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য এবং থানা পুলিশের ১০ জন সদস্য অংশ নেন।

