বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় অভাবের তাড়নায় গৃহবধূর আত্নহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪০, ২ জুন ২০২৩

আপডেট: ২১:৩৯, ২ জুন ২০২৩

ফতুল্লায় অভাবের তাড়নায় গৃহবধূর আত্নহত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন গৃহবধূ শাবানা আক্তার(৩৫)।

শুক্রবার (২ জুন) সকালে নিহতের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ ঘটনা উল্লেখ করে অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহত গৃহবধূ শাবানা আক্তার ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়া খেলার মাঠ সংলগ্ন আমির হোসেন সুমিলের স্ত্রী। 

মামলায় উল্লেখ করা হয়, বাদী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কোন কাজকর্ম করতে পারতোনা। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে শাবানা আক্তার নিজ বাসার বেসিনে কাজ করছিলো। এ সময় বাদী বাড়ীর সামনের দোকানে সিগারেট খাওয়ার জন্য যায়।  সেখান থেকে সাড়ে ৮ টার দিকে বাদী বাসায় ফিরে এসে দেখতে পায় ভিতর থেকে ঘরের দরজা বন্ধ। তখন ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে বাড়ীর আশপাশের লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পায় ঘরের লোহার এঙ্গেলের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুলন্ত দেহ। পরে তাকে দ্রুত হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

নিহতের স্বামী আমির হোসেন সুমিল জানান, অভাবের তাড়নায় রাগে ক্ষোভে আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

থানায় অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।