প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৫৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) উপজেলার লহ্মনখোলা মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এরশাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাঁচপুর এলাকায়। তার বাবার নাম আব্দুল জলিল।
জানা যায়, মাদরাসা রোড এলাকায় বালুর ট্রাক ও সিমেন্টের ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুর ট্রাকের সহকারী এরশাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।