মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ডিবি পরিচয়ে ১৩ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৪, ৪ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে ডিবি পরিচয়ে ১৩ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনেদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রীজ এলাকার এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলা মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদরে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন। 

বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজি অটোরিক্সাটি আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌছালে  সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা  প্রাইভেটকার সিএনাজি অটোরিক্সার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪/৫জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে জোরপূর্বক টাকাসহ বিল্লাল হোসেনকে  প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিল্লাল হোসেনকে নামিয়ে দেয়।  

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।