বুধবার, ১৯ মার্চ ২০২৫

|

চৈত্র ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৩

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সহকারি পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ।

এর আগে সকালে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ার চর এলাকার মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ৩ ব্যক্তিকে ৪টি বস্তাসহ আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো।

আটকরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের সোনপুরের জসিমের ছেলে মোঃ রিফাত (২৬), লক্ষীপুরের রামগতির লিটনের ছেলে মোঃ জিহাদ (১৯), কুমিল্লার চৌদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মোঃ রহিম (২৫)।

আটক আসামিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‍্যাব।