
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে ডাকাতিরা। এতে বাধা দেওয়ায় কুপিয়ে আহত করা হয়েছে তাঁর স্ত্রীকে। রোববার রাতে সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামের মুদি ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতদলের মারধর ও অস্ত্রাঘাতে আহত মামুনের স্ত্রী মনি আক্তার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার তিনি বলেন, রোববার রাত দুইটার দিকে ৮-১০ জন ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সব ধরনের আসবাবপত্র তছনছ করে। ডাকাতেরা আলমারিতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইল ফোন সেট লুটে নেয়। এতে তিনি বাধা দিলে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়।
ডাকাতেরা চলে যাওয়ার পর এলাকাবাসী মনি আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির বিষয়টি জেনেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।