
প্রতীকী ছবি
বন্দরে ১৬৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছ পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকার মৃত জজ মিয়ার ছেলে বুলবুল (৩৯) একই উপজেলার কুশিয়ারা এলাকার মৃত জিলহক মিয়ার ছেলে শাহজামাল (৪০) ও বন্দর থানার এনায়েতনগরস্থ চৌধুরীবাড়ী এলাকার মৃত দীল মোহাম্মদ মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪৫)। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৮(৮)২৫। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টায় বন্দর থানার চৌরাপাড়াস্থ কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে চৌরাপাড়া এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।