মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চোর আখ্যা দিয়ে রিক্সা চালককে শারীরিক নির্যাতন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪০, ১ সেপ্টেম্বর ২০২৫

চোর আখ্যা দিয়ে রিক্সা চালককে শারীরিক নির্যাতন

ফাইল ছবি

বন্দরে চোর আখ্যা দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে  ইমন (২২) নামে এক রিক্সা চালককে শারীরিক নির্যাতনের  ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহত রিক্সা চালক ইমন বন্দর থানার ঝাউতলা এলাকার মৃত মোকারম মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী রিক্সা চালক বাদী হয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে হামলাকারি সন্ত্রাসী মিডেল, কাউছারসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৭/৮ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে। এর আগে গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বন্দর থানার ঝাউতলা এলাকা থেকে কৌশলে ডেকে নিয়ে শান্তিনগর এলাকায় এ নির্যাতনের ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে নির্যাতিত রিক্সা চালকের মা গনমাধ্যমকে জানান, আমার ছেলে ইমন দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ শান্তিনগর এলাকায় একটি রিক্সা গ্যারেজ থেকে ভাড়াকৃত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত রোববার সকাল ৯টায় আমার ছেলে ইমন উল্লেখিত রিক্সার গ্যারেজ থেকে রিক্সা নিয়ে কর্মস্থলে বের হয়। কাজ শেষে রিক্সা গ্যারেজে জমা দিয়ে বাড়িতে আসে। পরে শান্তিনগর এলাকার রাসেল মিয়ার ছেলে মোহন মোবাইল ফোনে কল দিয়ে  আমার ছেলে রিক্সা চালক ইমন জানায়  গ্যারেজ থেকে রিক্সা চুরি হয়েছে। গ্যারেজ কর্মচারি আফজাল আমার ছেলে  ইমনকে গ্যারেজে আসতে বলে।  গ্যারেজ কর্মচারি আফজাল ও মোহনের কথা মতে আমার ছেলে ইমন গ্যারেজে আসলে ওই সময় গ্যারেজ কর্মচারি আফজাল ও মোহন একই এলাকার মিডেল ও গাঁজা করিম মিয়ার ছেলে কাউসারসহ অজ্ঞাত নামা ৮/৯ জন বিবাদী আমার ছেলে ইমনকে একটি বসতঘরে আটক রেখে হাত পা বেঁধে লোহার রড ও এসএস পাইপ দিয়ে বেদম ভাবে  পিটিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি আমার ছেলেকে বেদম জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।  আমার ছেলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এ ব্যাপারে  বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।