শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ ট্রলারডুবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ ট্রলারডুবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাট সংলগ্ন মেঘনা নদীতে ৬ জেলেসহ ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। পরে ট্রলারে থাকা জেলেদের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠে আসলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় নিখোঁজ জেলের নাম মোহাম্মদ শরীফ (৩২)। তিনি শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি ট্রলারে মাছ ধরতে মেঘনায় গিয়েছিলেন ৬ জেলে। সোমবার সকালে মেঘনা নদীর চরহোগলা বালুরঘাট সংলগ্ন এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ৬ মাঝিসহ ডুবে যায়। ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাল্কহেডটি। এক পর্যায়ে ট্রলারে থাকা জেলেদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠে আসলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। সর্বশেষ জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুবুরি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।