প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।
আটককৃত আসামি হলেন- ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (২৭)।
এর আগে গত ৩ অক্টোবর রাতে ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় তলায় বাথরুমের ভিতর দশ বছরের এক শিশু ছাত্রকে মাদ্রাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পরবর্তীতে ভিকটিম শিশুটি মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনা সম্পর্কে অবহিত করলে শিক্ষক মিজানুর রহমান তাকে ঘটনাটি কাউকে না বলার জন্য ভীতি প্রদর্শন করে।
পরবর্তী বুধবার রাতে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে রাতে এলাকাবাসী জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম এবং প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

