বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ২ সাঁজাপ্রাপ্তসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৯

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৪

বন্দরে ২ সাঁজাপ্রাপ্তসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৯

ফাইল ছবি

বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৯ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে চট্টগ্রাম জেলার মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামী মো: সোহান ওরফে শাওন (২৫) বন্দর থানার নোয়াদ্দা এলাকার মৃত সামছুদ্দিন ওরফে সামছুল হক মিয়ার ছেলে সাঁজাপ্রাপ্ত আসামী রাজু আহাম্মেদ (৪৩),বন্দর ফুলহর এলাকার শামীম মিয়ার স্ত্রী নারী ও শিশু মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শায়লা (২৫) একই এলাকার মৃত ছবির উদ্দিন বেপারী ছেলে একই মামলার  ওয়ারেন্টভূক্ত আসামী শরাফত আলী (৫৮) ও তার ছেলে ইয়াসিন (১৮) বন্দর থানার বালিগাও এলাকার মিয়াজউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিল্লাল হোসেন (৩৬) চাপাতলী এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে আইয়ুব আলী ( ৫৫)ও তার ছেলে সাহেল (৩২) দড়ি সোনাকান্দা এলাকার মৃত জামাল সরদারের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন (২২)। গ্রেপ্তারকৃতদের বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী,আব্দুল বারেক হাওলাদার, এসআই সাহিদুল ও এএসআই লাভলুসহ সঙ্গী ফোর্স থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।