মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে রেষ্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ, ভোক্তার অভিযোগে অভিযান ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ১৩ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে রেষ্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ, ভোক্তার অভিযোগে অভিযান ৪০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টের পরিবেশন করা বাসী খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ। 

মঙ্গলবার(১৩ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ঢাকা কাচ্চি ডাইন নামক ওই রেস্টুরেন্টে অভিযানটি পরিচালিত হয়। 

এসময় প্রতিষ্ঠানটিতে পঁচা-বাসী খাবার এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাবার পাওয়া যায়। পরে এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সেই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় ভোক্তা অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বণীক জানান,  কয়েকদিন আগে রেস্টুরেন্টটিতে  একজন ভোক্তা খাবার খেয়ে অসুস্থ হয়। পরে তিনি আমাদের নিকট অভিযোগ করেন। তার প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পঁচা বাসী খাবারের পাশাপাশি বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। একারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।