মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০০, ১৩ জানুয়ারি ২০২৬

প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সোহাগকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী টানা নজরদারি চালিয়ে আসছিল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ০৩টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সোহাগ (৩৪) ছাড়াও তার দুই সহযোগী আব্দুল জলিল (২৫) ও মো. পারভেজ (২৪) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার সোহাগ সিদ্ধিরগঞ্জ এলাকার পরিচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। গত ৬ মার্চ ২০২৫ তারিখে সে সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। ওই ঘটনার পর থেকেই সে আত্মগোপনে চলে যায়। প্রায় ১০ মাস ধরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মো. সোহাগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তার করতে আমরা সফল হয়েছি। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত আলামত যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।