মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৮, ১৩ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পলিথিন জব্দ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুইটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ, এইচ, এম রাসেদের স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রেস রিলিজে জানানো হয়,  সোমবার (১২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে অভিযান চালায়।

অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের অভিযোগে সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। জব্দ করা পলিথিন শপিং ব্যাগ ঘটনাস্থলেই জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।