
ফাইল ছবি
বন্দরে দিন দুপুরে চোরাই জ্বালানী তেল বেঁচাকেনার সময় শাকিল (১৯) নামে এক চোরাই তেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
ওই সময় পুলিশ চোরাইকৃত ২০ লিটার ডিজেল, ১টি ডিজেল রাখার ড্রাম, ১টি লাল রং এর বালতি, ১টি সিলভার রংএর ডিজেল মাপার ৫ লিটার ড্রাম, ৪টি ডিজেল নামানোর পাইপ, ১ টি পিত রংএর গ্যালেন,১টি ডিজেল মাপার ১০ লিটার কাটা ও ১টি সিলভার রংএর ডিজেল মাপার কাপ বা চৌঙ্গা জব্দ করে সক্ষম হয়। ধৃত চোরাই তেল ব্যবসায়ী শাকিল বন্দর থানার ফুলহর এলাকার রিয়াজ উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার এসআই মোঃ আরিফ রেজা বাদী হয়ে বুধবার (২৯ মে) দুপুরে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫(৫)২৪ ধারা- ৪১৩ পেনাল কোড-১৮৬০। এর আগে গত মঙ্গলবার (২৮ মে) দুপুর আড়াইটায় বন্দর থানার মদনপুরস্থ জাহিন গামেন্টস এর বিপরিত পাশে ঢাকামুখি লেনে একটি অস্থায়ী টিনশেড ঘরে তল্লাশী চালিয়ে চোরাইকৃত তেল উদ্ধারসহ ওই চোরাকারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলার তথ্য সূত্রে জানাগেছে, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গত মঙ্গলবার দুপুরে কাঁচপুর হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে দিবাকালিন ডিউটি করা সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বন্দর থানার মদনপুরস্থ জাহিন গামেন্টস এর বিপরিত পাশে একটি অস্থায়ী দোকানে চোরাই তেল বেঁচাকেনা হচ্ছে। ডিউটিরত এসআই মোঃ আরিফ রেজাসহ সঙ্গীয় র্ফোস বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে ঘটনাস্থলে এসে ২০ লিটার চোরাই তেল ও তেল ক্রয় বিক্রয়ের সরমঞ্জামসহ চোরাইতেল ব্যবসায়ী শাকিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।