ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে সোনারগাঁয়ে তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কর্মসূচি ও যুবসমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, “সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ। যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।” তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাতে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আগামী দিনে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

