মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির সময় যুবককে কুপিয়ে কবজি কর্তন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৫

এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির সময় যুবককে কুপিয়ে কবজি কর্তন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় ডাকাতিরকালে চিনে ফেলায় যুবককে কুপিয়ে কবজি কর্তন করেছে ডাকাত দলের সদস্যরা। গত রোববার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের মা হেনা আক্তার বাদী হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়  সোনারগাঁ থানায়  অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকার মোঃ আমির হোসেনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২২), আব্দুল বারেকের ছেলে মোঃ আমির হোসেন, কোবাগা এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ সবুজ (২২), মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীল ছেলে মোঃ ফাহিম (২৩), এবং পেচাইন এলাকায় মোঃ বাচ্চু মিয়ার ছেলে মো. বাবু সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময়ে ডাকাতি করে থাকে। গত বুধবার রাতে তারা বস্তল এলাকা গাড়ি গতিরোধ করে ডাকাতি সংঘটিত করছিল। এসময়  উটমা গ্রামের ছালাম মিয়ার ছেলে আকাশ তাদের চিনে ফেলে। বিষয়টি এলাকার কয়কজনকে সে জানায়। 

এতে তারা ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকি দেয়। গত রোববার  বিকেলে আকাশ কোবাগা এলাকায় ডাকাত সবুজ মিয়ার  বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একা পেয়ে তার নেতৃত্বে অজ্ঞাতনামা ৩-৪ জনকে নিয়ে চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার লোহার রড নিয়ে  হামলা করে। এসময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে  ও ডান হাতের কবজি কেটে ফেলে। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।  

অভিযুক্ত সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করার হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

সোনারগাঁ থানার ওসি মো. মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।