সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজার থেকে অংশ নেবে অর্ধলক্ষ নেতাকর্মী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৯, ২২ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজার থেকে অংশ নেবে অর্ধলক্ষ নেতাকর্মী 

ফাইল ছবি

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন। সমাবেশে এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মী নিয়ে উপস্থিত হবেন বলে ঘোষণা দিয়েছেন আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ লিটন।

ইতিমধ্যে সমাবেশ সফল করতে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। প্রতিটি ইউনিটে অনুষ্ঠিত হয়েছে কর্মী সভা। উপজেলা জুড়ে 'চলো চলো ঢাকা চলো' প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। 

আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ লিটন জানান, দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান দেশে আসছেন৷ বিএনপি নেতাকর্মীরা তাকে কাছে থেকে দেখতে উদগ্রীব হয়ে আছে। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আড়াইহাজার থেকে প্রায় অর্ধলক্ষ নেতাকর্মী ঢাকা যাবে।