ফাইল ছবি
বন্দরে ইউপি মেম্বার সফর উদ্দিনের ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার রাতে এলাকার বন্দরের মালিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মালি ভিটা এলাকার হারুন সরদার ও তার ২ ছেলে আসলাম (৩২) এবং মাহাবুল (৩০)।
এ ব্যাপারে মেম্বারের ভাই আহত ইছব মিয়া ৬ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
আহত ইছব মিয়া গণমাধ্যমকে জানায়, আমার ভাই সফুর উদ্দিন বন্দর থানার ধামগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মেম্বার। মালিভিটা ব্রিজ হতে জনৈক আলতাফ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার কাজের লেবার দেখাশুনার জন্য আমি মেম্বার কতৃক দায়িত্বপ্রাপ্ত হই। এর পর থেকেই মালিভিটা এলাকার হারূন সরদার ও তার ৩ ছেলে আসলাম, আব্দুল হক, মাহবুল আমাকে রাস্তার কাজ করতে দিবে না বলে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এরই জের ধরে গত ৮ই জুন সকাল ১১টায় মালিভিটা ব্রিজের গোড়ায় কাজ চলাকালীন সময় উল্লেখিত বিবাদীসহ একই এলাকার ইয়াছিন(২৩) ও রাবেয়া (৫০) দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।
জানা গেছে, এ হামলার ঘটনায় আসামীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ইছব মিয়ার নাকে মারাত্মকভাবে কাটা ও ভাঙ্গা জখম হয়। এছাড়াও সকলের কিল-ঘুষির আঘাতে ইছব মিয়ার সমস্ত শরীরে নিলাফুলা জখম হয়।
এসময় ইছব মিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা নানা হুমকি দিয়ে সটকে পড়ে।