শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভুমিদস্যু ঘোড়া মানিক ও তার ছেলে সরকারী খাল দখলের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৩, ২৯ নভেম্বর ২০২৪

বন্দরে ভুমিদস্যু ঘোড়া মানিক ও তার ছেলে সরকারী খাল দখলের অভিযোগ

ফাইল ছবি

বন্দরে সরকারী খাস জমি ও পুকুর  দখলের  সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভুমিদস্যু ঘোড়া মানিক ও তার  ছেলে তারেকের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর হাজীপুর এলাকার মৃত শফিউদ্দিন প্রধানের  ছেলে  আব্দুল মতিন  বাদী হয়ে  মানিক গং এর নামে উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে উল্লেখ করেন, পশ্চিম হাজীপুর রেললাইন জামে মসজিদের নামে বিগত ২০৯৫ সালে আমার পিতা  মৃত শফিউদ্দিন প্রধান নামে হাজীপুর মোজা,১৪১,১৪৩,১৫১,থেকে ২৫৪নং দাগ পজর্ন্ত সরকারী ভাবে লিজ নিয়ে পষ্চিম হাজীপুর রেল লাইন জামে মসজিদের নামে প্রদান কর এবং তার পর থেকে মসজিদের থেকে বেশ কয়েক জন কে ঐ পুকুর টি ভাড়া দিয়ে আসছিল তার ধারাবাহিকতায়   এলাকায় মানিক মিয়া নামে ২ বছরের জন্য চুক্তি নামা করে তার কাছে ভাড়া দেয় ঐ পুকুর টি কিন্তু নরপশু মানিক ও তার  ছেলে তারেক মিলে সরকারী লিজকৃত পুকুর তাদের নামে করে নেয় এবং নরপশু ঘোড়া মানিক তৎকালীন সময়ে আওয়ামী লীগের পেতাত্তাদের কে সাথে নিয়ে  জোর পূর্বক পুকুরটি দখল করে নেয় এবং আপন খালাতো ভাই পূর্ব হাজীপুর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে অলিউল্লাহ সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের যের ধরে তা প্রকাশ করে তাই আঃ মতিন  গত ১২ বছর পূর্বে ঐ সব দাগে মামলা করি এবং আমরা মসজিদ কমিটি রায় পায় , কিন্তু রায় পাওয়ার পর থেকে পুকুরের সামনে কেউ গেলে  বিবাদী ঘোড়া মানিক ও তার ছেলে তারিক বিভিন্ন অশ্লীন ভাষায় গালাগালি করে। বলে আমাকে খুন করে এই পুকুর দখল করবে এই বলে হুমকি প্রদান করে। ঘোড়া মানিক এখনো ১৮ নভেম্বর ঐ মামলায় পিটিশন দিয়ে  নতুন করে বিবাদীর সাথে আরো ১০ থেকে ১৫ জনের নাম উল্লেখ করে ফৌঃ কাঃ বিঃ বিজ্ঞ আদালতে ধারণ করে। এবং বাড়িতে, বাড়িতে, পুলিশ পাঠিয়ে হয়রানী করছে।  টাকা দিয়ে বিভিন্ন গুন্ডা বাহিনী এনে মসজিদের পুকুর টি এখনো আত্মসাত পায়তালা করে এই ঘোড়া মানিক।কি ভাবে একটি পুকুর দুইজনের নামে দেওয়া হয়, ভূমি উপদেষ্টার ও রেল মন্ত্রণালয় কাছে অনুরোধ জানাচ্ছি  তা খতিয়ে দেখার জন্য।এর আগে  তার ছেলে নব্য ভূমিদস্যু তারেক এরনামে   সরকারি খাল / পুকুর ভরাটে করার জন্য  মামলা হয়।