
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুদান প্রদান করা হয়।
এসমশ ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে মোট ২ লাখ ৫ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে নিহত গার্মেন্টস কর্মী আসমা বেগমের স্বামী তানজিরুল ইসলাম ৯০ হাজার টাকা এবং নিহত হাসান গাজীর পরিবারকে ১ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, একটি অগ্নিকাণ্ডে একই পরিবারের ৭ জনের মৃত্যুকে সহজে মেনে নেওয়া যায় না। ঘরের বিদ্যুৎ এবং গ্যাস এই দুইটি বিষয় খুবই স্পর্শকাতর জিনিস এগুলোকে সাবধানে ব্যবহার করা উচিত।