
মুফতি মাসুম বিল্লাহ
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এটাই সাম্প্রদায়িকতার উত্তম উদাহরণ।
রোববার (৩১ আগষ্ট) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই কথা ঠিক না। ধর্ম যার যার উৎসবও তার তার। ধর্ম যার যার উৎসব সবার এটা রাজনৈতিক স্লোগান। একটা ধর্মীয় জনগোষ্ঠীকে আলাদা করার স্লোগান। এটা ঠিক না। এই স্লোগানটা মূলত ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই মিলেমিশে যার যার উৎসব পালন করবো এটাই আসল কথা।