
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, সব সময় দেখি শারদীয় দুর্গোৎসব আসলে আমাদের ভিতরে একটা চিন্তা আসে কিভাবে এই উৎসব সম্পন্ন করা যায়। অনেক সময় রাজনৈতিক স্বার্থে হিন্দু ভাইদের আলাদাভাবে উপস্থাপন করা হয়। আমরা সবাই বাংলাদেশী হিন্দু মুসলমান আলাদা কিছু নেই।
রোববার (৩১ আগষ্ট) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট কথা বলেছেন। সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক। আপনারা কখনো নিজেদেরকে আলাদা ভাববেন না নিজেদেরকে সবসময় মানুষ হিসেবে মনে করবেন এরপর থেকে নিজেদেরকে সেভাবে মনে রাখবেন। বাংলাদেশের অধিকার সব সময় সাথে থাকবে।
তিনি আরও বলেন, এ উৎসব আমাদের সবার। এ বছর আমরা জাকজমকপূর্ণভাবে সবাইকে একসাথে নিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করব। হিন্দুদেরকে কোন রাজনৈতিক পুতুল বানাতে না পারে সেদিকে সবাই সতর্ক থাকবেন।