মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাওন হত্যা মামলায় অগ্রগতি নেই!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৬, ১ সেপ্টেম্বর ২০২৫

শাওন হত্যা মামলায় অগ্রগতি নেই!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের ঘটনায় তিন বছর পার হলেও এখনও মামলার অগ্রগতি হয়নি।

আওয়ামী লীগের আমলে দায়েরকৃত মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হলেও পাঁচ আগষ্টের পটপরিবর্তনের পর সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ২০২৪ সালের ২১ অক্টোবর তৎকালীন জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি ও তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত শাওনের বড় ভাই মিলন মিয়া।

এদিকে মামলা দায়ের পর সেদিন চায়নিজ রাইফেল নিয়ে গুলি করা ডিবির এসআই মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করে পুলিশ। তবে এঘটনায় উল্লেখযোগ্য অন্য কোন আসামিকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ।

এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকা থেকে র‍্যালি বের করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় র‍্যালীতে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। এসময় পুলিশের গুলিতে নিহত হন শাওন।

এদিকে শাওনের মৃত্যুর পর ঘটনাটিকে আড়াল করতে আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে নানা প্রচারণা চালানো হয়। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা শাওনকে নিজেদের কর্মী বলে সেসময় দাবী করতে শুরু করেন। তবে যুবদলের সক্রিয় নেতা শাওনের পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়লে রাতের আধারে তড়িঘড়ি করে শাওনের দাফন সম্পন্ন করে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

পরবর্তীতে এ ঘটনায় বিএনপির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে পুলিশ। পাঁচ আগষ্টের পর মামলাটি প্রত্যাহার করা হয় এবং তৎকালীন প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের আসামি করে নতুন একটি মামলা দায়ের করা হয়।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতাকর্মীরা। এসময় তার পরিবারের সদস্যদের খোঁজ খবরও নেন তারা।