শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সড়ক বুঝিয়ে দেওয়ার আগেই ৪৪ ম্যানহোলের ঢাকনা গায়েব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২০, ৩ সেপ্টেম্বর ২০২৫

সড়ক বুঝিয়ে দেওয়ার আগেই ৪৪ ম্যানহোলের ঢাকনা গায়েব

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। ফিনিশিংয়ের সামান্য কাজ বাকি থাকায় পৌরসভা কর্তৃপক্ষ এখনও তা বুঝে নেয়নি। এরই মধ্যে সেগুলো থেকে চুরি হয়ে গেছে ৪১টি ম্যানহোলের ঢাকনা। আরসিসি ঢালাই সড়কগুলোর মাঝবরাবর নিচ দিয়ে গেছে ড্রেন। ফলে স্থানীয় বাসিন্দা ও যানবাহনকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গত মাসেই খোলা ম্যানহোলে চাকা পড়ে প্রাণ হারান এক অটোরিকশা চালক।

ওই তিনটি ছাড়াও আরেকটি সড়কের কিছু অংশ আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। এ সড়কের এক পাশ দিয়ে গেছে ড্রেন। সেটিরও তিনটি ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে গেছে।

উপজেলা প্রকৌশল অফিস ও আড়াইহাজার পৌরসভা সূত্র জানায়, ভারী যানবাহন থেকে শুরু করে যে কোনো যানবাহন চলতে যেন সমস্যায় পড়তে না হয়, সেজন্য ওই তিনটিসহ মোট চারটি সড়কে উন্নত মানের কাস্ট আয়রণে তৈরি ঢাকনার ব্যবস্থা করা হয়েছে। গত জুলাইয়ের শেষ দিকে মূল কাজ শেষ হয়। এরপর শুরু হয় ফিনিশিংয়ের কাজ। এ অবস্থায় আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই চারটি সড়কের ড্রেন থেকে ৪৪টি ম্যানহোলের ঢাকনা রাতে চুরি হয়।

এর মধ্যে গাজীপুরা থেকে চামুরকান্দি সড়কের ড্রেন থেকে ২৫টি, নোয়াপাড়া থেকে আব্দুল্লাহপুর সড়কের ড্রেন থেকে ৯টি, শিবপুর ব্রিজ থেকে নাগড়াপাড়া সড়ক পর্যন্ত ৭টি এবং ফকিরবাড়ি থেকে কামরাঙ্গীরচর সড়কের ফকিরবাড়ি অংশের ড্রেন থেকে তিনটি ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে। এর মধ্যে ফকিরবাড়ি-কামরাঙ্গীরচর সড়কের এক পাশে এবং বাকিগুলোর মধ্যখান বরাবর নিচ দিয়ে ড্রেন গেছে। এসব সড়কের ওপর দিয়ে প্রতিদিন মানুষজন ও যানবাহন চলাচল করছে। ঢাকনা চুরির ফলে এসব ড্রেনের গর্তে পড়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। 
গত ২১ আগস্ট রূপগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দাসপাড়া হয়ে গাজীপুরার দিকে যাচ্ছিল। দাসপাড়া মিলের কাছে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে সেটির সামনের গ্লাস ভেঙে চালক কবির হোসেনের গলা কেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নোয়াপাড়া এলাকার বাসিন্দা আবু দায়েন বলেন, নোয়াপাড়া-আব্দুল্লাহপুর দেড় কিলোমিটার সড়কের ড্রেনের ওপর থেকে ৯টির মতো ঢাকনা চুরি হয়েছে। সতর্কবার্তা থাকলে পথচারীদের রক্ষা মেলে। আর যেসব জায়গায় সতর্কবার্তা নেই সেখানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। 
দাসপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, চামুরকান্দি থেকে দাসপাড়া হয়ে গাজীপুরা সোয়া দুই কিলোমিটার ড্রেনসহ সড়কের ম্যানহোলের ২৫টি ঢাকনা চুরি হয়েছে। আর ম্যানহোলে ঢাকনা না থাকার কারণে প্রতিনিয়ত ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটছে। দ্রুত ম্যানহোলের ঢাকা লাগানোর দাবি জানান তিনি।
পৌরসভার বাসিন্দা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান মানিক বলেন, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে মানুষকে ভোগান্তির মধ্যে যারা ফেলে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হলে দ্বিতীয়বার আর চুরির ঘটনা ঘটত না। এতে আড়াইহাজার পৌরসভা ও পুলিশের দায় রয়েছে। 

এ ব্যাপারে আড়াইহাজার পৌরসভার প্রকৌশলী সাফায়েত সাদী জানান, পৌরসভার আওতাধীন চামুরকান্দি-গাজীপুরা, নোয়াপাড়া থেকে আব্দুল্লাহপুর সড়ক ও শিবপুর ব্রিজ থেকে নাগড়াপাড়া সড়কের ড্রেন থেকে ৪১টি ম্যানহোল ঢাকনা চুরি হয়েছে। এ তিনটি সড়কের কাজ শেষ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে পৌরসভা কর্তৃপক্ষ এখনও বুঝে নেয়নি। ঠিকাদারকে নতুন ঢাকনা লাগানোর জন্য খবর দেওয়া হয়েছে। তবে ঢাকনা লাগানোর পর আবার যাতে চুরি না হয়, সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 
আড়াইহাজার পৌরসভার প্রশাসক ও ইউএনও সাজ্জাত হোসেন বলেন, সড়কগুলোতে ১৯ মিটার পর পর উন্নত মানের ঢাকনা ব্যবহার করা হয়েছে। এসব ঢাকনা রাতে চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি বলেন,  ফের ঢাকনা প্রতিস্থাপন করার পাশাপাশি চুরি ঠেকাতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। 
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ইসলাম বলেন, ম্যানহোলের ঢাকনা চুরির কোনো অভিযোগ পাইনি। তবে ঢাকনা চুরি ঠেকাতে ভাঙারি দোকানে অভিযান পরিচালনা করা হবে।