রোববার, ৩১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪১, ৩১ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ১১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ছাড়াও ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার দুুপুরে নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান পরিচালনা করা প্রতিষ্ঠানগুলো হলো- সানারপাড় এলাকার কুমিল্লা ষ্টোর থেকে ৭৫ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা, হৃদয় ষ্টোর থেকে ২৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা এবং আল-মদিনা ষ্টোর থেকে ৭ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বিধিমালা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫(১) এর মোতাবেক সানারপাড় এলাকায় অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ৩টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।