সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যায় মাথাবিহীন লাশ: দুইজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৯, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৪০, ৩১ আগস্ট ২০২৫

শীতলক্ষ্যায় মাথাবিহীন লাশ: দুইজন গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপ‌জেলার শীতলক্ষ্যা নদীর তীরে ভেসে আসা মাথাবিহীন যুবক হাবিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (৩১ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ পিবিআই এর  পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেন। 

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর এলাকার গোলজার হোসেন (৩৯) ও মোজাম্মেল হোসেন (৩২) নামে দুইজনকে ৩০ আগস্ট রাতে সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। রবিবার (৩১ আগস্ট)  আদালতে সোপর্দ করলে তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে ২৭ আগস্ট দুপুরে বন্দর থানার কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন নদীর তীরে মাথাবিহীন লাশটি ভেসে ওঠে। কাঁচপুর নৌ-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরদিন ২৮ আগস্ট পিবিআই লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে শনাক্ত করে নিহত হাবিবুর রহমান (২৮), পিতা-মো. চাঁন মিয়া, সাং- কাঁচপুর মধ্যপাড়া, সোনারগাঁও।

পরে নিহতের মা বাদী হয়ে ২৯ আগস্ট বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। পিবিআইয়ের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাই্য়ুম খান জানান, তাদেরকে আদালতে উঠালে পিবিআই রিমান্ডের আবেদন করলে প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।