সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাদুর শাস্তির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৫, ৩১ আগস্ট ২০২৫

সাদুর শাস্তির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আলোচিত প্রতারক মহাদেব চন্দ্র সাদুর দৃষ্টান্তমূলক শাস্তি ও তার সহযোগী প্রতারক চক্রের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে রাহাবার এগ্রো পরিবার।  

সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাদেব সাদু বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে আছে। কিন্তু শুধু তাকে গ্রেপ্তার করলেই হবে না, তার সহযোগী প্রতারক চক্রকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সর্বনাশ করে আসছে।

রাহাবার এগ্রোর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন রতন বলেন, আমাদের প্রতিষ্ঠানের প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে মহাদেব। এখনো সেই টাকা ফেরত পাইনি। আমরা বিশ্বাস করে বিনিয়োগ করেছিলাম, কিন্তু আজ নিঃস্ব। সরকারকে অনুরোধ করছি, এই প্রতারক চক্রকে আইনের আওতায় এনে আমাদের ন্যায্য টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা চাই তার দ্রুত বিচার হোক এবং তার সহযোগীরাও গ্রেপ্তার হয়ে শাস্তি পাক।

প্রতিষ্ঠানের এক কর্মকর্তা কামাল হোসেন বলেন, মহাদেব শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, আরও অনেক ব্যবসায়ীকে সর্বনাশ করেছে। সে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে তোলা ছবি ব্যবহার করে নিজেকে বড় ব্যবসায়ী প্রমাণ করত। সেই পরিচয় দেখিয়ে মানুষকে প্রতারিত করেছে।

বক্তারা অভিযোগ করেন, মহাদেব সাদুর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, ধর্ষণ, হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রাব্বি হত্যা মামলাসহ ভয়াবহ অপরাধের ইতিহাস রয়েছে। এছাড়াও তিনি আওয়ামী লীগের অবৈধ অস্ত্র সরবরাহকারী এবং আন্তর্জাতিক মাফিয়া চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

মানববন্ধনে রাহাবার এগ্রো পরিবারের সদস্যরা আরও জানান, মহাদেবের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে প্রতারণার দুষ্টচক্র ভেঙে যাবে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে।