
শপথ পাঠ
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে.এম. আতিকুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত সভায় ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং সকলকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি কে. এম. আতিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, দেশের অবস্থা ভাল নেই। আমার সোনার বাংলাদেশ আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। দেশের টাকা ফিরিয়ে আনতে ও দুর্নীতিবাজদের রুখতে আমাদের আরো শক্তি সঞ্চয় করতে হবে। আদর্শ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন-এর বিকল্প নেই। হাতপাখার বাতাস দিয়ে সকল অপশক্তি ও দুর্নীতিবাজদের বিতারিত করতে হবে।