নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আপনারা যে যার যার অবস্থান থেকে ২৭ তারিখ জনসভায় আসবেন। সাধারণ মানুষকেও সাথে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। আমাদের এই জনসভা হবে মহাসমুদ্র।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জে অনেকদিন পর একটি জনসভা হবে নারায়ণগঞ্জের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই জনসভায় যাওয়ার জন্য। আমরা শুধু প্রচার করছি আমাদের দল একটি জনসভা ডেকেছে। অনেকে ফোন করে বলে আপনি তো জয়াগা দিতে পারবেন না আমরা এত মানুষ নিয়ে আসবো। আমি অবাক।