শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে কোটা আন্দোলনে অংশ নেয়ায় ছাত্রকে কুপিয়ে হত্যা, ছাত্রদলের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১৪, ১ আগস্ট ২০২৪

না.গঞ্জে কোটা আন্দোলনে অংশ নেয়ায় ছাত্রকে কুপিয়ে হত্যা, ছাত্রদলের নিন্দা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ার জেরে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিসানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতারা। 

বুধবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে এ নিন্দা জানান জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে রক্তপিপাসু হয়ে উঠেছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে সাধারণ ছাত্র ও বিরোধীদলীয় নেতাকমীদের ওপর নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে। তবে সাধারণ ছাত্রদের রক্ত ঝড়িয়ে অতীতে যেমন কেউ নিস্তার পায়নি, খুনি হাসিনাও নিস্তার পাবে না।

এসময় জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা এসকল হত্যার বদলা অবশ্যই নেব। জিসানের মত যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়েই এ দেশ আবারও স্বাধীন হবে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় নাইমসহ ১৫-২০ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিসানকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। 

নিহত শিক্ষার্থী জিসানের চাচা জাহাঙ্গীর মোল্লা বলেন, তার ভাতিজা জিসান দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে মিঠাব ব্রীজের উপরে তার ওপর হামলা হয়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  জিসানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হয়। 

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। নিহত শিক্ষার্থীর  স্বজনরা এখনো থানায় এসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তার করা হবে।