শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১১, ৬ নভেম্বর ২০২৪

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন আশা

জামিন পেয়েছেন যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেয়েছেন যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। 

বুধবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উচ্চ আদালতের জামিন বহালের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। 

জানা যায়, এ মামলায় ৫৩ জন আসামির মধ্যে আশা সহ ৭ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। আজ উচ্চ আদালতের জামিন বহালের আবেদনের শুনানি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হয়। 

এর আগে গত ৬ সেপ্টেম্বর বন্দরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় হামলার শিকার হন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। 

এঘটনায় ৭ সেপ্টেম্বর রাতে টিপু বাদী হয়ে বন্দর থানায় ২০৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় আবুল কাউসার আশাসহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলা অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।