
মুহাম্মদ আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেন, স্বৈরাচারী জালিম শেখ হাসিনার ১৫ বছরের নির্যাতন ও নিপীড়নের কারণে আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পারিনি। ২০২৪ এর নতুন স্বাধীনতার পর মুক্ত পরিবেশ পেলেও ফিলিস্তিনের নির্যাতিত গাঁজাবাসীর জন্য আমাদের হৃদয়ের ঈদের আনন্দ আজ স্তব্দ হয়ে গিয়েছে। বিশ্বব্যাপী নির্যাতিত নিবেদিত মানুষের দৃষ্টান্তকে সামনে রেখে সর্বস্তরের মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন এমন কোন ঘর ও পুরুষ লোক থাকবে না যারা ইসলামী আন্দোলনের দাওয়াত পাবে না। কুরআনের আয়াত অনুসরণ করে, উত্তম হেকমতের সাথে ও সুন্দর আচরন দিয়ে ইসলামের সুমহান দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে।
১৪ই এপ্রিল সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। থানা আমির এডভোকেট আক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ মানোয়ার হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও মোহাম্মদ জাকির হোসেন,মহানগর মজলিসে সুরার সদস্য ও এনডিএফ সভাপতি ডাক্তার আলী আশরাফ খান, থানা কর্ম পরিষদের সদস্য বশিরুল হক,সিরাজুল ইসলাম আলামিন প্রমুখ নেতৃবৃন্দ