শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারুণ্যের সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা

যারা মনে করছে তরুণ সমাজ তাদের সম্পত্তি, তাদের বুঝিয়ে দিতে চাই : পল

প্রকাশিত: ১৩:৫৪, ২১ মে ২০২৫

যারা মনে করছে তরুণ সমাজ তাদের সম্পত্তি, তাদের বুঝিয়ে দিতে চাই : পল

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল

ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮ মে সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ মে) জেলা যুবদলের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, আপনারা প্রস্তুতি নিন। চট্টগ্রামে যে তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হয়েছে, খুলনায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঢাকায়ও সেইরকম তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হবে।

তিনি বলেন, আপনারা আজকের সভার পর প্রতিটি থানা পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। থানার পরে ইউনিয়ন এবং পরে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। ঢাকায় তারুণ্যের সমাবেশে আপনারা সর্বাত্মক সহযোগীতা করবেন। 

তিনি আরো বলেন, আমরা এই সমাবেশের মাধ্যমে একটা ঢেউ তুলতে চাই। যারা মনে করছে তরুণ সমাজ তাদের সম্পত্তি, তাদের বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের যুব সমাজ ও তরুণ সমাজ আমাদের সাথে আছে।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।